আরপিও: জোট প্রার্থীর মার্কা নিয়ে সরব তিন দল, ইসি নীরব

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২৫, ১১:৩১

জোট মনোনীত প্রার্থীদের প্রতীকের বিষয়ে গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) বিধান নিয়ে কয়েকটি দল পক্ষে-বিপক্ষে সরব হলেও নির্বাচন কমিশন আপাতত চুপ থাকার কৌশল নিয়েছে।


ইসি কর্মকর্তারা বলছেন, আইন মন্ত্রণালয় থেকে চূড়ান্ত সিদ্ধান্ত এলে তারপর তারা কথা বলবেন।


তবে আরপিও সংশোধন অধ্যাদেশ জারি হলে সার্বিক বিষয়গুলো নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপও হবে।


ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে ২৩ অক্টোবর গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) একগুচ্ছ সংস্কার এনে নীতিগত ও চূড়ান্ত অমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এরপর এক সপ্তাহ পার হয়ে গেলেও তা অধ্যাদেশ আকারে জারি হয়নি।


আরপিওর একটি সংশোধনীকে কেন্দ্র করে কয়েকটি রাজনৈতিক দলের মধ্যে আপত্তি দেখা গেছে। আরপিওর ২০ অনুচ্ছেদে যে সংশোধনী আনা হয়েছে, তাতে জোটভুক্ত হলেও মনোনীত প্রার্থীকে তার দলের প্রতীকে ভোট করতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও