চুলই বলে দেবে শ্যাম্পু করার সময় এসেছে

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০২ নভেম্বর ২০২৫, ১৩:৩৩

চুল ধোয়ার ঝামেলা কম না। গোসলের সময় বের করতে হয়, শ্যাম্পু ব্যবহার করতে হয়, কন্ডিশনার লাগাতে হয়, আবার শুকাতেও সময় লাগে।


তাই অনেকেই দুয়েকদিন পিছিয়ে দেন চুল ধোয়া। তবে কীভাবে বোঝা যাবে যে চুল ধোয়ার ব্যবধানটা একটু বেশিই বাড়িয়ে ফেলেছেন?


চুল অতিরিক্ত তৈলাক্ত হয়ে যাওয়া


ত্বকের মতোই মাথার ত্বকেও নিয়মিত তেল বা সিবাম তৈরি হয়। চুল না ধুলে সেই তেল জমে গিয়ে চুল ভারি, তৈলাক্ত ও নিস্তেজ হয়ে পড়ে।


রূপবিশেষজ্ঞ ফারহানা রুমি বলেন, “যখন চুল ধোয়া হয় না, তখন তেল জমে গিয়ে চুলে এক ধরনের অস্বস্তিকর গন্ধও তৈরি করতে পারে।”


তাই নিয়মিত পরিষ্কার না রাখলে ত্বকের রন্ধ্রে ময়লা জমে ত্বক ও চুল দুটোই ক্ষতিগ্রস্ত হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও