লিভার ক্যান্সারের ঝুঁকি কমানো সম্ভব! করতে হবে এই পাঁচ কাজ

ঢাকা পোষ্ট প্রকাশিত: ০২ নভেম্বর ২০২৫, ১৩:০২

আপনি কি জানেন, প্রতিদিনের কিছু সাধারণ অভ্যাসই হতে পারে লিভার ক্যান্সারের ঝুঁকির কারণ? মদ্যপান, ওজন নিয়ন্ত্রণহীনতা কিংবা নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এড়িয়ে যাওয়া– এই সামান্য বিষয়গুলোই বাড়িয়ে দিতে পারে ভয়ংকর এই রোগের আশঙ্কা। কিন্তু কিছু সচেতনতা আর জীবনযাপনে সামান্য পরিবর্তন আনলেই কমানো সম্ভব এই ঝুঁকি। কীভাবে? জানালেন ভারতের বেঙ্গালুরুর লিভার বিশেষজ্ঞ চিকিৎসক বসন্ত মহাদেবপ্পা।


ভারতীয় চিকিৎসক বসন্ত মহাদেবপ্পা নিজ ইনস্টাগ্রামের এক পোস্টে জানিয়েছেন, লিভার সুস্থ রাখতে এবং ক্যান্সারের আশঙ্কা কমাতে এই পাঁচটি বিষয় মেনে চলা জরুরি–


১. হেপাটাইটিস বি টিকা নেওয়া


লিভার ক্যান্সার প্রতিরোধে হেপাটাইটিস বি টিকা নেওয়া অত্যন্ত জরুরি। শুধু শিশু নয়, যেসব প্রাপ্তবয়স্ক এখনো এই টিকা নেননি, তারাও দ্রুত টিকা নিয়ে নিন।


২. মদ্যপান একেবারে বন্ধ করা


চিকিৎসকের মতে, মদ লিভারের জন্য বিষের মতো। উৎসব-অনুষ্ঠানে সামান্য পরিমাণেও মদ্যপান লিভারের ক্ষতি করে। তাই ঝুঁকি এড়াতে মদ্যপান সম্পূর্ণরূপে বন্ধ করা প্রয়োজন। অনুষ্ঠানে গেলে লেবুর রস বা ডাবের পানি দিয়েই তৃষ্ণা মেটান।


৩. ওজন নিয়ন্ত্রণে রাখা


অতিরিক্ত ওজন লিভারের চারপাশে চর্বি জমিয়ে ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। তাই নিয়মিত শরীরচর্চা ও সুষম খাদ্যাভ্যাস বজায় রেখে ওজন নিয়ন্ত্রণে রাখুন। ডায়েট ও ব্যায়ামের সঠিক ভারসাম্যই পারে মারণরোগের ঝুঁকি কমাতে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও