You have reached your daily news limit

Please log in to continue


রোহিতের পর কোহলির রেকর্ডও ভাঙলেন বাবর, সিরিজ পাকিস্তানের

আগের ম্যাচে ভারতের রোহিত শর্মাকে ছাড়িয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রানের রেকর্ড গড়েন বাবর আজম। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে নতুন একটি কীর্তিতে নাম লেখালেন পাকিস্তানের তারকা ব্যাটার। ভারতের আরেক কিংবদন্তি বিরাট কোহলিকে টপকে এই সংস্করণে সবচেয়ে বেশি পঞ্চাশ ছোঁয়া ইনিংসের রেকর্ড নিজের করে নিলেন তিনি।

লাহোরে শনিবার সিরিজ নির্ধারণী লড়াইয়ে ৬৮ রানের ঝলমলে ইনিংস খেলেন বাবর। তিনে নেমে ৪৭ বল মোকাবিলায় তার ব্যাট থেকে আসে নয়টি চার। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৩ ইনিংস পর ফিফটি ছুঁয়ে ম্যাচসেরাও নির্বাচিত হন পাকিস্তানের সাবেক অধিনায়ক।

ক্রিকেটের এই সংস্করণে বাবরের এটি ৪০তম পঞ্চাশ ছোঁয়া ইনিংস। পাকিস্তানের হয়ে ১৩১ ম্যাচ খেলে ৩৭টি ফিফটির পাশাপাশি করেছেন তিনটি সেঞ্চুরি। তিনি শীর্ষে ওঠায় পেছনে পড়ে গেছেন আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে ইতোমধ্যে অবসরে যাওয়া কোহলি। ভারতের জার্সিতে ১২৫ ম্যাচে তার পঞ্চাশ ছোঁয়া ইনিংস ৩৯টি (৩৮টি ফিফটি, একটি সেঞ্চুরি)।

বাবরের সাফল্যের মুকুটে আরেকটি পালক যুক্ত হওয়ার দিনে পাকিস্তানও হেসেছে চওড়া হাসি। হার দিয়ে শুরুর পর টানা দুটি জয়ে সিরিজ জিতে নিয়েছে স্বাগতিকরা। গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত তৃতীয় টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকাকে ৪ উইকেটে হারিয়েছে তারা। টস হেরে ব্যাটিংয়ে নামা সফরকারীরা পুরো ২০ ওভার খেলে করতে পারে ৯ উইকেটে ১৩৯ রান। শেষদিকে দ্রুত কয়েকটি উইকেট পড়লেও সাদামাটা লক্ষ্য পাকিস্তান ছুঁয়ে ফেলে এক ওভার বাকি থাকতে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন