কেমন ছিল বাংলাদেশের প্রথম গণভোটের অভিজ্ঞতা?
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৫, ০৯:২৫
স্বাধীনতার পর বাংলাদেশের মানুষের প্রথম গণভোটের অভিজ্ঞতা হয়েছিল ৪৮ বছর আগে, সেই হ্যাঁ/না ভোটের ফল ঘোষণা করতে সময় লেগেছিল ৩০ ঘণ্টা।
১৯৭৭ সালের সেই গণভোটের পর ১৯৮৫ ও ১৯৯১ সালে আরও দুটি গণভোট হয়েছে বাংলাদেশে। আর এবার চতুর্থবারের মত গণভোট আয়োজন করতে সরকারের কাছে সুপারিশ রেখেছে জাতীয় ঐকমত্য কমিশন।
মঙ্গলবার প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কাছে ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নের সুপারিশমালা হস্তান্তর করা হয়। সাংবিধানিক আদেশ জারি করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন বা আগে জুলাই সনদ নিয়ে গণভোট করার কথা বলা হয়েছে সেখানে।
ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ বলেন, “আমরা এটা লিখিতভাবে বলেছি। এর বাইরে আমরা সরকারকে আজ বলেছি, অবিলম্বে এ বিষয়ে নির্বাচন কমিশনের সাথে আলাপ আলোচনা করে যেন একটি তফসিল, (গণভোট) নির্বাচনের তফসিল তৈরি করে ফেলে।”