You have reached your daily news limit

Please log in to continue


এনসিপির সঙ্গে কি জোট করছে গণঅধিকার, যা বললেন রাশেদ খান

ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে জোট ও আসন সমঝোতার রাজনীতি শুরু হয়েছে। পুরোনো জোট ভেঙে নতুন জোটের রূপরেখা হচ্ছে। দীর্ঘদিনের মিত্রতা দূরে ঠেলে রাজনৈতিক দলগুলো নির্বাচনি কৌশল আঁটছে। রাজনৈতিক মহলে গুঞ্জন তরুণদের নিয়ে গড়া জাতীয় নাগরিক পার্টির সঙ্গে জোট করছে গণঅধিকার পরিষদ। এই গুঞ্জনের সত্যতা কতটুকু? 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতৃত্ব গণঅধিকার পরিষদ জোট করবে—এমন সংবাদ শতভাগ মিথ্যা বলে দাবি করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।

বুধবার দুপুরে রাশেদ খান নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ কথা বলেন।

তিনি বলেন, ‘তবে যৌথ নেতৃত্বে জোট করার প্রস্তাব এনসিপির পক্ষ থেকে এসেছে। কিন্তু আমরা বলেছি, আরও আলোচনা প্রয়োজন। কারণ গণঅধিকার পরিষদ ও এনসিপি একীভূত হওয়ার আলোচনা মিডিয়াতে আসার পর এনসিপির কয়েকজন নেতার বক্তব্য ছিল অশোভন, অপরিপক্ক ও অরাজনৈতিক।’ 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন