বিছানার তোশক পরিষ্কার করার সহজ উপায়
বিছানার চাদরে দাগ পড়লে সহজেই ধুয়ে ফেলা যায়, কিন্তু তোশক পরিষ্কার করা মোটেই সহজ নয়। তোশকে দাগ পড়লে বা তা দীর্ঘদিন অপরিষ্কার থাকলে পরিষ্কার করতে হয় অনেক ঝামেলা হয়।
শুধু রোদে বিছিয়ে রাখলেই চলবে না। তোশক সম্পূর্ণভাবে পরিষ্কার রাখতে কিছু নির্দিষ্ট পদ্ধতি মেনে চলা জরুরি, যাতে জীবাণু ও রোগব্যাধির সংক্রমণ না ঘটে।
১. ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে পরিষ্কার করা
তোশকটি ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে ভালোভাবে পরিষ্কার করুন। বিশেষ করে তোশকের কোণ, সেলাইয়ের ফাঁকফোকর ও ভাঁজের জায়গাগুলোর দিকে বাড়তি মনোযোগ দিন। এই জায়গাগুলোতেই সবচেয়ে বেশি ধুলো, চুল, ত্বকের মৃত কোষ ও ছোটো ময়লা জমে থাকে।
২. পানি এবং ডিটারজেন্ট ব্যবহার করে
তোশকে যদি জেদি বা পুরোনো দাগ থেকে যায়, তাহলে পানি ও ডিটারজেন্টের মিশ্রণই হতে পারে সবচেয়ে কার্যকর সমাধান। এজন্য একটি বাটিতে ১ লিটার ঠান্ডা পানি ও ১ চা চামচ ডিটারজেন্ট মিশিয়ে নিন, ছোট তোশকের ক্ষেত্রে আধ লিটার পানি ব্যবহার করলেও চলবে। চামচ দিয়ে ভালোভাবে নেড়ে নিন যতক্ষণ না হালকা ফেনা ওঠে।