১৮ অক্টোবর ২০২৫। অন্য দশটা স্বাভাবিক দিনের মতোই মানুষ জীবন শুরু করেছিল; কিন্তু মধ্যাহ্নের পরপরই এক ভয়াবহ সংবাদে থমকে দাঁড়ায় গোটা দেশ। রাজধানীর প্রাণকেন্দ্র এবং দেশের অর্থনীতির অন্যতম প্রবেশদ্বার, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে দাউ দাউ করে জ্বলে ওঠে সর্বনাশা আগুন। এটি নিছক কোনো সাধারণ দুর্ঘটনা নয়, বরং দেশের অর্থনীতির প্রবেশমুখে এ অগ্নিকাণ্ড জন্ম দিয়েছে গভীর সংশয়। প্রশ্নবিদ্ধ করেছে রাষ্ট্রের নিরাপত্তাব্যবস্থাকে এবং আঙুল তুলেছে দুর্নীতি ও অব্যবস্থাপনার এক অন্ধকার জগতের দিকে।
আমদানি-রপ্তানির গুরুত্বপূর্ণ পণ্যসামগ্রী যেখানে মজুত থাকে, সেই কার্গো কমপ্লেক্সে আগুনের সূত্রপাত। সাত ঘণ্টার প্রাণান্তকর চেষ্টায়, সাঁইত্রিশটি ফায়ার সার্ভিসের ইউনিট, সেনাবাহিনী এবং বিমানবাহিনীর ফায়ার ইউনিটের অক্লান্ত পরিশ্রমে আগুন নিয়ন্ত্রণে আসে; কিন্তু ততক্ষণে যা ক্ষতি হওয়ার, তা হয়ে গেছে। সাত ঘণ্টা বন্ধ ছিল ফ্লাইট ওঠানামা, ২৩টি আন্তর্জাতিক ফ্লাইট বাধ্য হয়েছে অন্য বিমানবন্দরে অবতরণ করতে। শুধু আর্থিক ক্ষতি নয়, বিশ্বের কাছে দেশের ভাবমূর্তি হয়েছে ক্ষুণ্ন, উদ্বেগ-উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে বিদেশগামী যাত্রী ও ব্যবসায়ীদের মধ্যে। ৩৫ জন আহত হয়েছেন, যাদের কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।