পূর্বাচলে বসছে ৪ থানা, ৬ ফাঁড়ি ও ৪১টি পুলিশ বক্স

প্রথম আলো পূর্বাচল প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৫, ১৩:৩৪

পূর্বাচল নতুন শহরকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর পরিপ্রেক্ষিতে ডিএমপি পূর্বাচল শহরের জন্য ৪টি থানা, ৬টি ফাঁড়ি ও ৪১টি পুলিশ বক্স চালু করতে জনবল চেয়ে পুলিশ সদর দপ্তরে প্রস্তাব পাঠিয়েছে। পুলিশ সদর দপ্তর থেকে সেই প্রস্তাব যাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে।


পূর্বাচল নতুন শহরে বরাদ্দ পাওয়া প্লটমালিকেরা বলছেন, তাঁরা পূর্বাচলে নিজ জমিতে বাড়িঘর তুলে থাকতে চান। কিন্তু থানা, ফাঁড়ি ও পুলিশ বক্স চালু না হওয়ায় নিরাপত্তার অভাবে তাঁরা সেখানে বাড়ি নির্মাণ করতে ভয় পাচ্ছেন।


রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও ডিএমপি সদর দপ্তর সূত্র জানায়, সম্প্রতি আন্তমন্ত্রণালয় বৈঠকে পূর্বাচল নতুন শহরে থানা, পুলিশ ফাঁড়ি ও পুলিশ বক্স চালু করার পাশাপাশি স্কুল, কলেজ ও হাসপাতাল চালু হওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।


ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উত্তর-পূর্ব দিকে অবস্থিত এবং রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্ট থেকে ১৬ কিলোমিটার দূরে এই প্রকল্পের মোট আয়তন প্রায় ৬ হাজার ২১৪ একর। সেখানে ২৬ হাজার প্লট বরাদ্দ দেওয়া হয়েছে। এই এলাকা ডিএমপির বাড্ডা ও খিলক্ষেত থানা, নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ এবং গাজীপুর জেলার কালিগঞ্জ থানার অন্তর্গত।


পূর্বাচল নতুন শহর প্রকল্পে পুলিশ বিভাগের স্থাপনা নির্মাণের জন্য বিভিন্ন আকৃতির প্লট বরাদ্দ দেওয়া হয়েছে, যাতে জমির পরিমাণ প্রায় ৩০ একর। পুলিশ কর্মকর্তারা বলছেন, প্রকল্প বিশাল আয়তনের হওয়ায় সেখানে আইনশৃঙ্খলা রক্ষার জন্য থানা, ফাঁড়ি, পুলিশ বক্স ও পুলিশ লাইনসসহ অন্যান্য অবকাঠামো নির্মাণকাজ শুরু করা জরুরি হয়ে পড়েছে। প্রকল্পগুলো বাস্তবায়নের সঙ্গে সঙ্গে পূর্বাচল নতুন শহর প্রকল্পটির উন্নয়নের কাজ ত্বরান্বিত হবে। প্লটের মালিকেরাও বসতি গড়ে তুলবেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও