পার্বত্য মন্ত্রণালয় ও জেলা পরিষদের ক্ষমতা এবং ক্ষমতায়ন নিয়ে কিছু কথা

প্রথম আলো বুদ্ধজ্যোতি চাকমা প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৫, ১৭:৪৪

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় ও তিন পার্বত্য জেলা পরিষদ (রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি) গঠিত হয়েছে ২৭ বছর হয়েছে। তারও আগে ১৯৮৯ সালের স্থানীয় সরকার পরিষদ ধরলে জেলা পরিষদের ৩৬ বছর বয়স হয়েছে। এত বছর পরও মন্ত্রণালয় এবং পরিষদগুলোর ক্ষমতা ও ক্ষমতায়নের ব্যাপারে বিতর্কের শেষ নেই।


জেলা পরিষদে যাঁদের বসানো হয়, তাঁদের সক্ষমতা নিয়ে রীতিমতো হাস্য রসিকতা বহু দিনের। কারও মতে, ফ্যাক্স পরিষদ (মন্ত্রণালয়ের ফ্যাক্স বার্তায় পুনর্গঠন হয়), কেউ মনে করেন শান্তকরণ পরিষদ। আবার কেউ কেউ সুকুমার রায়ের বাবুরাম সাপুড়ে ছড়া আবৃত্তি করে বলেন, ক্ষমতাসীন রাজনৈতিক দলের ‘খায় শুধু দুধভাত’ পরিষদ হয়ে উঠেছে বহু আগে।


ক্ষমতার পালাবদল হলে মন্ত্রণালয়ের ফ্যাক্স বার্তায় নাম ওঠানোর দৌড়ঝাঁপ শুরু হয়ে যায়। রীতিমতো ক্যাঙারু দৌড়ের প্রতিযোগিতা চলে। দৌড়ে চতুর কচ্ছপের কাছে বোকা খরগোশের হেরে যাওয়ার অন্তরালের নানা কাহিনিও শোনা যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও