
ইসরায়েলি মন্ত্রিসভার সিদ্ধান্তের অপেক্ষায় গাজা, যুদ্ধবিরতি নাকি সাময়িক স্বস্তি?
গাজা উপত্যকার কেন্দ্রীয় শহর দেইর আল-বালাহে বৃহস্পতিবার (৯ অক্টােবর) সন্ধ্যায় এক ধরনের সতর্ক স্বস্তির আবহ। ইসরায়েলি মন্ত্রিসভার অনুমোদনের পর কার্যকর হতে যাওয়া যুদ্ধবিরতি নিয়ে তাঁবুর বাইরে দাঁড়িয়ে অনেকে একে অপরের সঙ্গে কথা বলছেন। কেউ আনন্দিত, আবার কেউ শঙ্কিত—এ স্বস্তি যেন আগের মতো স্বল্পস্থায়ী না হয়, যা ইসরায়েল অতীতে বারবার ভঙ্গ করেছে। খবর আল জাজিরার।
এই যুদ্ধবিরতি চুক্তিটিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প “ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের স্থায়ী সমাধান” হিসেবে অভিহিত করেছেন। ইসরায়েল জানিয়েছে, মন্ত্রিসভার অনুমোদনের ২৪ ঘণ্টা পর থেকে তারা গাজায় বোমাবর্ষণ বন্ধ করবে। বৃহস্পতিবার বিকেলে চুক্তি নিয়ে আলোচনা শুরু হয়েছে।
৬২ বছর বয়সী নাসের আল-কিরনাওয়ি হাতে পুরোনো একটি রেডিও নিয়ে পরিবারের সঙ্গে বসেছিলেন। টানা দুই বছর ধরে তিনি এই রেডিওর মাধ্যমে খবর শুনছেন। আজকের খবর যেন তাকে একটু আশার আলো দেখিয়েছে।
নাসের আল-কিরনাওয়ি বলেন, “গতকাল সকাল পর্যন্ত খবরটা খারাপ ছিল, কিন্তু এখন মনে হচ্ছে কিছুটা ভালো। শান্তির কথা সবাই বলছে, কিন্তু নেতানিয়াহু বলেননি। তবুও মনে হচ্ছে, ট্রাম্প যদি সই করেন, তবে সেটাই হবে।”