জিম্মি উদ্ধারের পর ‘হামাসকে ধ্বংস করতেই হবে’, শঙ্কায় যুদ্ধবিরতির ভবিষ্যৎ

www.ajkerpatrika.com প্রকাশিত: ০৯ অক্টোবর ২০২৫, ১৭:০৭

ফিলিস্তিনিদের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য এবং উদ্যোগ গ্রহণের জন্য পরিচিত ইসরায়েলি কট্টর ডানপন্থী মন্ত্রী বেজালেল স্মতরিচ এক নতুন বক্তব্য দিয়েছেন। তাঁর এই বক্তব্যের কারণে, সদ্য চুক্তিতে পরিণত হওয়া প্রথম ধাপের হামাস–ইসরায়েল যুদ্ধবিরতির ভবিষ্যৎ শঙ্কার মুখে পড়েছে। এই চুক্তির প্রধান উদ্যোক্তা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ধাপে ধাপে গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের প্রতি সমর্থন দিয়েছেন, তখন ইসরায়েলি এই মন্ত্রী বলেছেন—জিম্মিদের উদ্ধারের পর হামাসকে অবশ্যই ধ্বংস করতে হবে।


কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার খবরে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক পোস্টে স্মতরিচ বলেছেন, ‘জিম্মিরা ঘরে ফেরার সঙ্গে সঙ্গেই ইসরায়েল রাষ্ট্র সর্বশক্তি দিয়ে হামাসকে সত্যিকার অর্থে ধ্বংস করতে এবং গাজাকে সম্পূর্ণভাবে নিরস্ত্র করতে চেষ্টা চালাবে, যাতে তারা আর কখনো ইসরায়েলের জন্য হুমকি হয়ে না দাঁড়ায়।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও