You have reached your daily news limit

Please log in to continue


মহানন্দার স্লুইস গেট খুলে দেওয়ায় বাংলাবান্ধার ১ কিলোমিটার বাঁধে ভাঙন

মহানন্দা নদীর ফুলবাড়ী বাঁধের গেট খুলে দেওয়ায় বাংলাদেশের পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মহানন্দা নদীর তীররক্ষা বাঁধের দুই পাশের প্রায় এক কিলোমিটার অংশ ভেঙে নদীগর্ভে বিলীন হয়েছে।

সোমবার সকাল থেকে ভাঙন কবলিত উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের ঝাড়ুয়াপাড়া এলাকায় প্রাথমিকভাবে প্রায় ১০ থেকে ১৫ হাজার বালিভর্তি জিও ব্যাগে ফেলা শুরু হয়েছে বলে পঞ্চগড় জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশুতোষ বর্মণ জানান।

তেঁতুলিয়া উপজেলা প্রশাসন থেকে পাওয়া তথ্য অনুযায়ী, রোববার ভোররাতে অতি বৃষ্টির কারণে পাহাড়ি ঢলে মহানন্দার পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছে যায়। তখন ভারত শিলিগুড়ি শহরের ফুলবাড়ি এলাকায় মহানন্দা নদীর ওপর নির্মিত বাঁধের নয়টি গেট এক সঙ্গে খুলে দেয়। এতে ১৫-২০ ফুট উঁচু থেকে পানি মহানন্দার বুকে আছড়ে পড়ে বাংলাদেশ সীমানায় নদীর তীরে আঘাত হানে।

ভারত এ দিন দুপুরের পর বাঁধের গেট বন্ধ করে দিলে নদীর পানি কমে যায়। কিন্তু বাংলাদেশ সীমান্তের ঝাড়ুয়াপাড়া এলাকায় তীররক্ষা বাঁধে তীব্র ভাঙন দেখা দেয়।

সন্ধ্যা ঘনিয়ে আসার আগে মহানন্দা নদীতে পানি উন্নয়ন বোর্ডের কর্তৃক ২০০৩-২০০৪ সালে নির্মিত সিসি ব্লক বাঁধের প্রায় এক কিলোমিটার নদীগর্ভে বিলীন হয়ে যায়। এছাড়া আরও কয়েক কিলোমিটার নদী তীররক্ষা সিসি ব্লক বাঁধে ফাটল দেখা দেয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন