মিয়ানমারের কারাগার থেকে সু চির মুক্তিতে চীনের সহায়তা চান ছেলে

বিডি নিউজ ২৪ মিয়ানমার (বার্মা) প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২৫, ১৪:১২

মিয়ানমারের জান্তা সরকারের কারাগারে বন্দি নোবেল শান্তি পুরস্কার জয়ী নেত্রী অঙ সান সু চির মুক্তি নিশ্চিত করতে চীনের সহায়তা চেয়েছেন তার কনিষ্ঠ পুত্র কিম এরিস।


বর্তমানে ৮০ বছর বয়সী সু চি ১৯৮৯ সাল থেকে মোট ১৯ বছর আটক অবস্থায় কাটিয়েছেন। প্রথমবার তিনি গৃহবন্দি ছিলেন আর এখন কারাগারের নির্জন প্রকোষ্ঠে রয়েছেন। সু চি ১৯৯১ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান, তখন তিনি গৃহবন্দি থাকায় তার ছেলে এরিস তার পক্ষ থেকে পুরস্কারটি গ্রহণ করেছিলেন।


জীবনের বেশিরভাগ সময়ই এরিস (৪৮) জনসম্মুখের বাইরে নীরব জীবনযাপন করেছেন। সু চি গৃহবন্দি থাকাকালে তিনি তার বিখ্যাত মায়ের সঙ্গে মিয়ানমারে কয়েকবার দেখা করার অনুমতি পেয়েছিলেন। তখন মায়ের সঙ্গে তার সাক্ষাতের ছবি প্রকাশ্যে এলেও গণমাধ্যম এড়িয়ে গেছেন তিনি।


কিন্তু ২০২১ সালে অভ্যুত্থানের পর সামরিক জান্তা যখন তার মাকে কারাগারে নিয়ে গেল, লন্ডনে বসবাস করা এরিস অনিচ্ছাসত্ত্বেও তার মার খারাপ হতে থাকা হার্টের সমস্যা ও তার শোচনীয় বন্দি অবস্থা নিয়ে বিশ্বকে সতর্ক করতে কথা বলতে শুরু করেন।


সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, এরিস বলেছেন তিনি ‘কারাগারে তার মাকে দেখতে যেতে চান’।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও