বাংলাদেশের পুরুষেরা যেসব ক্যান্সারে আক্রান্ত হন, তার মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে ফুসফুসের ক্যান্সার। প্রত্যক্ষ বা পরোক্ষ ধূমপান, তামাক, জর্দা, গুল ইত্যাদির ব্যবহার এ ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। ধূমপায়ী না হয়েও চারপাশের মানুষের ধূমপানের কারণে আপনার ফুসফুস ক্ষতিগ্রস্ত হতে পারে। এছাড়া পরিবেশ দূষণ, বায়ুদূষণ, যানবাহনের কালো ধোঁয়াও ফুসফুসকে ক্ষতিগ্রস্ত করতে পারে এবং ফুসফুস ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে।
পঞ্চাশোর্ধ্ব পুরুষদের দীর্ঘমেয়াদি কাশি। কাশির সঙ্গে রক্ত, ধূমপায়ীদের কাশির নতুন ধরন সন্দেহজনক।