কোনো কাজ অনেক বছর আটকে থাকলে সেটা শিল্পীর জন্য কষ্টদায়ক

www.ajkerpatrika.com প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৩:০৭

২০১৯ সালে ‘প্রতিশোধের আগুন’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয়েছিল মৌ খানের। তবে তাঁর অভিনীত প্রথম সিনেমা ‘বান্ধব’। ছয় বছর আগে মুক্তির জন্য ছাড়পত্র পেলেও এত দিন আটকে ছিল সিনেমাটি। অবশেষে আগামী ৩ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সুজন বড়ুয়া পরিচালিত বান্ধব। সিনেমা ও অন্যান্য বিষয়ে মৌ খানের সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ।


দীর্ঘ অপেক্ষার পর মুক্তি পাচ্ছে বান্ধব। কেমন লাগছে?


অনেক ভালো লাগছে। কারণ এটা আমার অভিনীত প্রথম সিনেমা। বান্ধব দিয়েই সিনেমা ইন্ডাস্ট্রিতে আমার যাত্রা শুরু। প্রথম যেকোনো কিছু নিয়েই সবার মধ্যে আলাদা ভালো লাগা থাকে। এত বছর পর আমার সেই ‘প্রথম’ সিনেমা মুক্তি পাচ্ছে, এটা খুব খুশির ব্যাপার।


এত দিন কেন আটকে ছিল সিনেমাটি?


পরিচালক ও প্রযোজক সিনেমাটি মুক্তি দেওয়ার সঠিক সময়ের অপেক্ষা করছিলেন। সেন্সর পাওয়ার পর করোনা মহামারি চলে এল। পরিস্থিতি স্বাভাবিক হতে অনেক সময় চলে যায়। গত বছরও মুক্তির পরিকল্পনা হয়েছিল। কিন্তু দেশের সার্বিক অবস্থা বিবেচনা করে তাঁরা সরে আসেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও