যে কারণে পূজা এলে কষ্ট পান অপু বিশ্বাস, জানালেন তিনি। অনেকদিন হয় মা-বাবাকে হারিয়েছেন এই তারকা। জীবনের প্রতি মুহূর্তে তাদের মিস করেন তিনি। বিশেষ করে পূজার সময়টাতে বারবার বাবা-মাকে মনে করে কষ্ট পান অপু। জাগো নিউজের সঙ্গে আলাপকালে জানালেন তিনি।
চলছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) মহাসপ্তমী। রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরসহ দেশের সব মন্দিরে সকাল থেকেই পূজার আনুষ্ঠানিকতা চলছে।