বলিউড অভিনেতা সাইফ আলী খান জানিয়েছেন, ক্যারিয়ারের শুরুর দিকে এক নারী প্রযোজকের কাছ থেকে সাপ্তাহিক এক হাজার রুপি পারিশ্রমিক পেতেন। তবে শর্ত ছিল—প্রতিবার টাকা নেওয়ার সময় তাঁকে প্রযোজকের গালে চুমু খেতে হবে।
সাম্প্রতিক এক সাক্ষাৎকারে সাইফ বলেন, ‘আমাকে বলা হয়েছিল, টাকা দেওয়ার সময় গালে ১০ বার চুমু খেতে হবে। সেই শর্তেই সপ্তাহে এক হাজার রুপি দেওয়া হতো।’ তবে সেই প্রযোজক কে তা, অবশ্য প্রকাশ করেননি অভিনেতা।