আজ ২৯ সেপ্টেম্বর, বিশ্ব হার্ট দিবস ২০২৫। প্রতিবছর এ দিনটি বিশ্বব্যাপী পালিত হয় হৃদরোগ বা কার্ডিওভাসকুলার ডিজিজ (CVD) সম্পর্কে সচেতনতা বাড়াতে। বিশ্বজুড়ে অকালমৃত্যুর অন্যতম প্রধান কারণ এ হৃদরোগ; যা প্রতিবছর কোটি কোটি মানুষের জীবন কেড়ে নেয়।
এ বছর বিশ্ব হার্ট দিবসের থিম হলো-‘Don't Miss a Beat’ (একটি স্পন্দনও মিস করবেন না)। এ থিমটি কেবল একটি স্লোগান নয়, এটি হৃদয়ের গুরুত্ব এবং এর যত্ন নেওয়ার প্রয়োজনীয়তা সম্পর্কে আমাদের একটি জরুরি বার্তা দেয়। হৃদরোগের নীরব ঘাতক থেকে নিজেকে বাঁচাতে হলে, প্রতিটি স্পন্দনকে মূল্য দিতে হবে, কোনো সতর্কীকরণ সংকেতকে উপেক্ষা করা চলবে না।