You have reached your daily news limit

Please log in to continue


দেবীর ঘুম ভাঙানোর বন্দনার পর উৎসব শুরুর অপেক্ষা

ঢাকের বাদ্যের সঙ্গে উলুধ্বনি, শঙ্খনাদ আর কাসর ঘণ্টা বাজিয়ে ষষ্ঠীপূজার মধ্য দিয়ে বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে রোববার। তার আগে শনিবার সন্ধ্যায় হল বোধন, অর্থাৎ দেবীর ঘুম ভাঙানোর বন্দনা পূজা।

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা পুরোহিত প্রণব চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বোধন হল ‘জাগরণ’, ঘুম থেকে জাগানো। উপলব্ধি করা যে দেবী এসেছেন। আর ষষ্ঠীর অধিবাস হল আমন্ত্রণ জানানো যে আমরা দেবীর পূজা করব। মূলত সপ্তমী থেকে পূজা শুরু।”

সনাতন ধর্মের বিশ্বাস অনুযায়ী, প্রতি শরতে ‘কন্যারূপে’ মর্ত্যলোকে বাবার বাড়ি আসেন দশভূজা দেবী দুর্গা; বিসর্জনের মধ্য দিয়ে তাকে এক বছরের জন্য বিদায় জানানো হয়। তার এই ‘আগমন ও প্রস্থানের’ মাঝে আশ্বিন মাসের শুক্লপক্ষের ষষ্ঠী থেকে দশমী তিথি পর্যন্ত পাঁচ দিন চলে দুর্গোৎসব।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন