কোলাজেন ব্যাংকিং: বয়সের ছাপ রোধে যে পদ্ধতি কম বয়সে শুরু করতে হয়

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ২১:১১

সুস্থ, টানটান ও উজ্জ্বল ত্বক সব সময়েই কাম্য। তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ত্বকের দৃঢ়তা কমে যায়, ভাঁজ পড়ে এবং প্রাকৃতিক জৌলুস হারায়।


চিকিৎসা-বিজ্ঞানের ভাষায়- এর প্রধান কারণ হল কোলাজেনের ঘাটতি।


সাম্প্রতিক সময়ে ‘কোলাজেন ব্যাংকিং’ শব্দটি ত্বক সচেতন মানুষের আলোচনায় জায়গা করে নিয়েছে। এটি আসলে এমন একটি পদ্ধতি যা আগেভাগেই ত্বকে কোলাজেন সংরক্ষণে সাহায্য করে, যাতে বয়সের ছাপ দ্রুত না পড়ে।


কোলাজেন কী?


কোলাজেন হল এক ধরনের প্রোটিন, যা আমাদের শরীরের অন্যতম প্রধান গঠন উপাদান।


যুক্তরাষ্ট্রের ‘শেফার ক্লিনিক ফিফথ অ্যাভিনিউ’-এর ত্বক বিশেষজ্ঞ ডা. ডেন্ডি এঙ্গেলম্যান ওয়েলঅ্যান্ডগুড ডটকম-এ প্রকাশিত এক প্রতিবেদনে বলেন, "শরীরে পানির পরেই সবচেয়ে বেশি পরিমাণে যে অণু পাওয়া যায় তা হল কোলাজেন। শরীরের মোট প্রোটিনের প্রায় ২৫-৩৫ শতাংশ কোলাজেন দিয়ে গঠিত।"

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও