আগামী ফেব্রুারিতে রোজার আগে জাতীয় নির্বাচনকে সামনে রেখে ডিসেম্বর মাসে এবার অমর একুশে বইমেলা আয়োজনের যে সিদ্ধান্ত নিয়েছে আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমি, তা পিছিয়ে নির্বাচনের পরে করার প্রস্তাব এসেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে।
সরকারের আইনশৃঙ্খলা সংক্রান্ত সভায় নির্বাচনের আগে নিরাপত্তাজনিত কারণে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়কে নির্বাচন-পরবর্তী সময়ে বইমেলা আয়োজনের সুপারিশ করা হয়েছে।
তবে মেলার আয়োজক প্রতিষ্ঠান বলছে, তারা ডিসেম্বরেই বইমেলা করার বাস্তবতা তুলে ধরবে।