
সহকর্মীর সঙ্গে অকারণ বিতর্কে জড়ানো যাবে না কোন রাশির জাতকদের
অধিকাংশ ক্ষেত্রে আপনিই আপনার ভাগ্যনিয়ন্ত্রক। গ্রহ-নক্ষত্রের প্রভাব জীবনে ভূমিকা রাখলেও আপনার সিদ্ধান্ত ও কর্মই চূড়ান্ত পরিণতি নির্ধারণ করে। সাহস, ধৈর্য ও সঠিক মানসিকতা আপনাকে যেকোনো পরিস্থিতিতে এগিয়ে নিয়ে যেতে পারে। প্রতি শনিবার ‘এ সপ্তাহের রাশিফল’ লিখছেন জ্যোতিষী চিন্ময় বড়ুয়া
এ সপ্তাহের রাশিফল (২৭ সেপ্টেম্বর—৩ অক্টোবর ২০২৫)
মেষ রাশি (২১ মার্চ—২০ এপ্রিল)
ব্যস্ততায় ভরপুর যাবে আপনার সপ্তাহ। কাজের জায়গায় নতুন দায়িত্ব বা চ্যালেঞ্জ সামনে আসবে, যেটা আপনাকে দক্ষতা প্রমাণের সুযোগও দেবে। তবে মনে রাখবেন, তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলে ভুল হতে পারে। তাই ঠান্ডা মাথায় ভেবেচিন্তে এগোনোই ভালো। আর্থিক দিক থেকে একটু হিসাব করে চলা দরকার। কারণ, হঠাৎ কিছু খরচ সামনে চলে আসতে পারে, যা আপনাকে অস্বস্তিতে ফেলবে। পরিবারে কারও শারীরিক সমস্যা দেখা দিতে পারে, তাই যত্নশীল হওয়া জরুরি। সম্পর্কের ক্ষেত্রে আবেগ প্রবল হবে—ভালোবাসা যেমন গভীর হবে, তেমনি অকারণ জেদ বা রাগ করলে ভুল–বোঝাবুঝিও তৈরি হতে পারে। যাঁদের প্রেমের সম্পর্ক নতুন, তাঁদের জন্য সময়টা আবেগ প্রকাশের। তবে সীমা অতিক্রম করলে বিপরীত প্রভাব ফেলতে পারে। সপ্তাহের মাঝামাঝি বা শেষের দিকে ভ্রমণের সম্ভাবনা আছে, সেটা কাজের জন্য হোক বা পারিবারিক প্রয়োজনে। নতুন জায়গায় গিয়ে নতুন কিছু শেখার সুযোগও মিলতে পারে।
- ট্যাগ:
- লাইফ
- রাশিফল
- আজকের রাশিফল
- দৈনিক রাশিফল