বাংলাদেশ তার উন্নয়ন যাত্রায় এক ক্রান্তিকাল অতিক্রম করছে। নিম্ন-মধ্যম আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে উত্তরণের এ গুরুত্বপূর্ণ পর্যায়ে বিশাল অবকাঠামো, জ্বালানিনিরাপত্তা ও ডিজিটাল রূপান্তরের চাহিদা মেটাতে প্রয়োজন হাজার হাজার কোটি ডলারের বিনিয়োগ।
বাংলাদেশ তার উন্নয়ন যাত্রায় এক ক্রান্তিকাল অতিক্রম করছে। নিম্ন-মধ্যম আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে উত্তরণের এ গুরুত্বপূর্ণ পর্যায়ে বিশাল অবকাঠামো, জ্বালানিনিরাপত্তা ও ডিজিটাল রূপান্তরের চাহিদা মেটাতে প্রয়োজন হাজার হাজার কোটি ডলারের বিনিয়োগ। বিশ্বব্যাংকের হিসাবে, ২০২৬ সাল নাগাদ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) পূরণ করতে হলে বাংলাদেশকে প্রতি বছর প্রায় ২২ বিলিয়ন ডলার অতিরিক্ত বিনিয়োগ করতে হবে। এত বিপুল অর্থের জোগান কেবল দেশীয় সম্পদ দিয়ে সম্ভব নয়, তাই বৈদেশিক ঋণ ও সহায়তার ওপর নির্ভরশীলতা ক্রমেই প্রকট হয়ে উঠছে।