শরতের ভোর। আকাশজুড়ে শান্ত নীলিমা। শিশিরভেজা ধানের শিষ হাওয়ায় নাচছে। বাতাসে মাটির ঘ্রাণ মিশে যাচ্ছে। হঠাৎ উত্তর আকাশের ধূসর মেঘের আড়াল ভেদ করে উঁকি দিল এক অপূর্ব দৃশ্য—হিমালয়ের পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা।
দেশের মাটিতে দাঁড়িয়ে এ দৃশ্য দেখা যায় বছরের খুবই বিশেষ কিছুদিনে। তখন আকাশ থাকতে হয় একেবারেই পরিষ্কার। কয়েক দিন ধরে মেঘে ঢাকা আকাশ আজ শুক্রবার ভোরে হঠাৎ খুলে গেল। সঙ্গে সঙ্গে ঠাকুরগাঁও সদর উপজেলার বুড়িরবাঁধ, চিলারং ইউনিয়ন এবং বালিয়াডাঙ্গীর লাহিড়ী ফাঁসিদহসহ নানা এলাকা থেকে মানুষ ছুটে এল দূরের বরফঢাকা চূড়া দেখার জন্য।
সকালবেলা সামাজিক যোগাযোগমাধ্যম ভরে উঠল ছবি ও ভিডিওতে। কেউ পরিবার নিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে, কেউ বন্ধুদের সঙ্গে ক্যামেরা হাতে। প্রত্যেকের চোখে একই বিস্ময়—দেশের মাটিতে দাঁড়িয়ে বরফে মোড়ানো হিমালয়।