যুক্তরাষ্ট্রে টিকটকের ভবিষ্যৎ নিয়ে ট্রাম্পের নতুন নির্বাহী আদেশ

ঢাকা পোষ্ট আমেরিকা / যুক্তরাষ্ট্র প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৪৪

চীনা মালিকানাধীন শর্ট ভিডিও প্ল্যাটফর্ম টিকটকের মার্কিন অপারেশন নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটাতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করবেন, যেখানে জানানো হবে—টিকটকের যুক্তরাষ্ট্রে কার্যক্রম বিক্রির জন্য আলোচনায় থাকা চুক্তি কংগ্রেসে পাশ হওয়া আইনের শর্ত পূরণ করছে।


২০২৪ সালে যুক্তরাষ্ট্র কংগ্রেস একটি আইন পাস করে। যেখানে বলা হয়, চীনা প্রতিষ্ঠান বাইটড্যান্সের মালিকানায় টিকটক যুক্তরাষ্ট্রে চলতে পারবে না। জাতীয় নিরাপত্তা ও ডেটা সুরক্ষার যুক্তি দেখিয়ে অ্যাপটিকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়। তবে ট্রাম্প প্রশাসন সময়ক্ষেপণ করে মার্কিন বিনিয়োগকারীদের মাধ্যমে টিকটকের মার্কিন শাখা আলাদা করার উদ্যোগ নেয়।


বর্তমানে যুক্তরাষ্ট্রে টিকটকের সক্রিয় ব্যবহারকারী প্রায় ১৭ কোটি। ট্রাম্প নিজেও এই প্ল্যাটফর্মে সক্রিয়—তার অনুসারী ১ কোটি ৫০ লাখ। তিনি এমনকি দাবি করেছেন, টিকটক তার পুনর্নির্বাচনে বড় ভূমিকা রেখেছে। এছাড়া হোয়াইট হাউস সম্প্রতি একটি অফিসিয়াল টিকটক অ্যাকাউন্ট চালু করেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও