মাসের শুরুতে বেতন পাওয়ার পর অনেকে টাকা সব খরচ করে ফেলেন। তাই মাস শেষে একদমই হাতে টাকা থাকে না। জমানো তো দূরের কথা, খরচের টাকাতেই টান পড়ে যায়। ফলে মাস শেষে আর্থিক সংকটে পড়তে হয়। এটি প্রায় সবারই পরিচিত সমস্যা। এই সমস্যা থেকে মুক্তি পেতে চাইলে কিছু সহজ অভ্যাস গড়ে তুললেই এ সমস্যার সমাধান করা সম্ভব।
মাস শেষে হাতে টাকা রাখতে চাইলে মেনে চলুন এই কৌশলগুলো-
১. মাসের শুরুতে বাজেট তৈরি করা
মাসের শুরুতেই বাজেট তৈরি করে নিন। বাসাভাড়া, খাবার, যাতায়াত, বিদ্যুৎ, পানি, জরুরি খরচ সেই অনুযায়ী খরচ করুন। মাসের শুরুতে আয় থেকে কিছু অংশ জমিয়ে রাখুন। সেই টাকা বাজেটের বাইরে প্রয়োজন না হলে খরচ করবেন না।
২.প্রতিদিনের হিসাব রাখা
প্রতিদিন কত টাকা কোথায় খরচ হচ্ছে, সেটার হিসাব রাখুন। খাতা বা ফোনের নোট অ্যাপে খরচ লেখার অভ্যাস শুরু করুন। মাস শেষে কোন কোন খরচ ছিল অপ্রয়োজনীয়, খুঁজে বের করতে সহজ হবে। এটা করলে পরবর্তী মাস থেকে আপনি হয়তো আরও সচেতন হয়ে যাবেন।
৩.কেনাকাটায় সচেতন হওয়া
অনেকেই আছেন মাসের শুরুতেই উল্টাপাল্টা খরচ করেন। এটা না করে মাসের শুরুতে প্রয়োজনীয় তালিকা করে একসঙ্গে কিনুন, এতে মাসের অতিরিক্ত খরচ এড়ানো যায়। পাইকারি দামে বা ডিসকাউন্ট অফারে প্রয়োজনীয় জিনিস কিনলে খরচ কম হবে।