কেউ বিদেশে, কেউ মাতৃত্বকালীন ছুটিতে, তবু তোলা হয়েছে সম্মানী

প্রথম আলো প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৩

রাজধানীর মগবাজারের সিদ্ধেশ্বরী কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত একটি নিয়োগ পরীক্ষায় কক্ষ পরিদর্শকের তালিকায় ভুয়া নাম ঢুকিয়ে সম্মানীর টাকা নেওয়া হয়েছে।


অনুসন্ধানে দেখা যায়, কলেজের সাবেক শিক্ষক, বিদেশে অবস্থান করছেন, মাতৃত্বকালীন ছুটিতে আছেন—এমন সব ব্যক্তির নাম তালিকায় ঢোকানো হয়েছে। কলেজে শিক্ষকতায় আছেন, তবে পরীক্ষায় দায়িত্ব পালন করেননি এবং ‘অচেনা’ লোকজনের নামও তালিকায় আছে।


কলেজটির একাধিক শিক্ষক প্রথম আলোকে বলেন, এভাবে তালিকায় ভুয়া নাম ঢুকিয়ে সম্মানীর টাকা নিয়ে আত্মসাৎ করা হয়েছে। এই কাজে কলেজের অধ্যক্ষ সেখ জুলহাস উদ্দিনসহ তাঁর অনুগত শিক্ষকেরা জড়িত। জুলহাস উদ্দিন কেন্দ্রসচিবের দায়িত্বে ছিলেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও