চারবছর আগে ক্ষমতা দখলের পর আফগানিস্তানে একের পর এক নিষেধাজ্ঞা জারি করেছে তালেবান প্রশাসন। এবার খড়্গ নামল ইন্টারনেটে।
‘অনৈতিক কর্মকাণ্ড’ রুখতে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করে দেওয়া হচ্ছে আফগানিস্তানের একের পর এক প্রদেশে।
প্রথমে মঙ্গলবার উত্তর আফগানিস্তানের বাল্খ প্রদেশে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি হয়। এবার উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের আরও কিছু প্রদেশ- কুন্দুজ, বাদাখশান, বাঘলান, নানগরহার এবং তাখর প্রদেশেও ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করা হয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছেন কর্মকর্তারা।