You have reached your daily news limit

Please log in to continue


উত্তরাঞ্চলে পানির মজুদ কমছে

বাংলাদেশের উত্তরাঞ্চলের ভূ-পৃষ্ঠ ও ভূগর্ভস্থ মিঠাপানি গত দুই দশক ধরে ক্রমাগত কমছে। নতুন এক বৈশ্বিক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে।

অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির নেতৃত্বে পরিচালিত এবং 'সায়েন্স অ্যাডভান্সেস' জার্নালে প্রকাশিত এই গবেষণায় ২০ বছরেরও বেশি সময়ের স্যাটেলাইট ডেটা বিশ্লেষণ করা হয়েছে।

'আনপ্রিসিডেন্টেড কনটিনেন্টাল ড্রাইং, শ্রিংকিং ফ্রেসওয়াটার এভেইলেবিলিটি অ্যান্ড ইনক্রিজিং ল্যান্ড কনট্রিবিউশনস টু সি লেভেল রাইজ' শীর্ষক গবেষণায় দেখা যায় জলবায়ু পরিবর্তন, ভূগর্ভস্থ পানির নির্বিচারে ব্যবহার এবং চরম খরার কারণে ২০০২ সাল থেকে উত্তর গোলার্ধের ১০১টি দেশে মিঠা পানির স্তর দ্রুত হ্রাস পাচ্ছে।

অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী মোহাম্মদ রায়হান এই গবেষণায় সহায়তা করেছেন। তিনি জানান, 'বাংলাদেশও সেই দেশগুলোর মধ্যে একটি, যেখানে গত ২০ বছর ধরে মিঠাপানি কমছে। প্রতি বছর ২ দশমিক ৫ মিমি থেকে ১০ মিমি করে হ্রাস পাচ্ছে, যা আমাদের জন্য খুবই উদ্বেগজনক।'

এই গবেষণায় ২০০৩ থেকে ২০২৪ সাল পর্যন্ত গঙ্গা-ব্রহ্মপুত্র অববাহিকায় (যা বাংলাদেশের একটি বড় অংশ জুড়ে বিস্তৃত) মোট পানি সংরক্ষণের (টিডব্লিউএস) পরিমাণ পর্যবেক্ষণ করা হয়েছে। GRACE/FO স্যাটেলাইটের ডেটা ব্যবহার করে দেখা গেছে, গত ২১ বছর ধরে পানির স্তর ধারাবাহিকভাবে কমছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন