আতঙ্কের নাম ‘ডিপফেক’, প্রযুক্তির ফাঁদে বেশি ফাঁসছেন নারী

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২৬, ০৮:৫৯

দশ মাস আগে সুলতানা পারভীনের জীবনে এসেছিল আনন্দের নতুন এক ভোর। লালমনিরহাটের আদিতমারীর সেই সাধারণ মেয়েটি বিয়ে করেছিলেন জাপান প্রবাসী এক যুবককে। স্বপ্ন ছিল- কয়েক মাস পর প্রিয় স্বামীর সঙ্গে দেখা হবে, নতুন দেশে গিয়ে গড়বেন সুখের সংসার।


পরিবার, বন্ধু, প্রতিবেশী সবাই তখন তার চোখেমুখে দেখেছিল আলোর ঝিলিক, ভবিষ্যৎ স্বপ্নের বিভোরতা। কিন্তু বুকভরা স্বপ্নের সেই আলো নিভে যায় অচেনা এক অন্ধকারে। হঠাৎ ঝড়ে তাসের ঘরের মতো মুহূর্তে তছনছ হয়ে যায় জীবন।


সুলতানার সেই স্বপ্নভঙ্গের নেপথ্যে ছিল প্রযুক্তির আশীর্বাদের আড়ালে লুকিয়ে থাকা অজানা অভিশাপ। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি করা ভয়ঙ্কর একটি ভুয়া ভিডিও মুহূর্তেই তার জীবনে নিয়ে আসে ঘোর অমানিশা। এরপর সমাজের তিরস্কার, অবিশ্বাসের দৃষ্টি, মানহানির ভয়—সব প্রতিকূলতা ঘিরে ধরে তাকে। নিঃশেষ হয়ে যায় হৃদয়ের সব সাহস।


তখনো লড়াই থামাননি সুলতানা। নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টাও হয়তো করেছেন বারবার। কিন্তু প্রযুক্তির নির্মম খেলায় জীবনের কাছে হার মানতে হয় তাকে। গত বছরের ৬ এপ্রিল বাবার বাড়িতে গলায় ওড়না পেঁচিয়ে বেছে নেন আত্মহননের পথ। জীবনের সব কলুষ থেকে মুক্তি পেতে চিরবিদায় নেন নিষ্ঠুর পৃথিবী থেকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও