
সড়কে প্রাণ গেল বাবা-মেয়ের, হাসপাতালে মা ও ছেলে
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় সড়ক দুর্ঘটনায় বাবা ও মেয়ে নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
নিহতরা হলেন গোলাম সারোয়ার (৪৩) এবং তার ৩ বছরের মেয়ে মুসকান।
আহতরা হলেন সারোয়ারের স্ত্রী উম্মে সালমা (৩৩), ছেলে ইমতিয়াজ আহমেদ (৯), চালক গিয়াস উদ্দিন (৩০) এবং আরেক যাত্রী সাগর (৩০)।
জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক বোরহান উদ্দিন দ্য ডেইলি স্টারকে জানান, সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঠাকুরদিঘী এলাকায় একটি মাইক্রোবাস পেছন থেকে কাভার্ডভ্যানকে ধাক্কা দেয়।
'পরে স্থানীয় ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে মিরসরাই হেলথ কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন,' বলেন তিনি।