ডাকসুর ২৮ পদে কারা কোনটিতে জয়ী

প্রথম আলো প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৭

ডাকসুর ১২টি সম্পাদকীয় পদের মধ্যে ৯টিতে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা জয়ী হয়েছেন। বাকি তিনটি পদে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন। সহ-সভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহসাধারণ সম্পাদকপদসহ (এজিএস) ডাকসুতে পদ আছে ২৮টি। এর মধ্যে সদস্যপদ ১৩টি। সদস্যপদে ফলাফল ঘোষণা চলছে।


ডাকসুতে কোন পদে কারা জয়ী হলেন দেখে নেওয়া যাক এক নজরে।


যেসব পদে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা জয়ী:



  • সহসভাপতি (ভিপি)—আবু সাদিক কায়েম

  • সাধারণ সম্পাদক (জিএস) —এস এম ফরহাদ

  • সহসাধারণ সম্পাদক (এজিএস)—মুহা মহিউদ্দীন খান

  • মুক্তিযুদ্ধ  ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক—ফাতেমা তাসনিম জুমা

  • বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক—ইকবাল হায়দার

  • কমন রুম রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক—উম্মে ছালমা

  • আন্তর্জাতিক সম্পাদক—জসীমউদ্দিন খান

  • ক্রীড়া সম্পাদক—আরমান হোসেন

  • ছাত্র পরিবহন সম্পাদক—আসিফ আব্দুল্লাহ

  • ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক—মাজহারুল ইসলাম

  • স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক—এম এম আল মিনহাজ

  • মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক—মো. জাকারিয়া    


যেসব পদে স্বতন্ত্র প্যানেলের প্রার্থীরা জয়ী



  • সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক-মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ

  • গবেষণা ও প্রকাশনা সম্পাদক-সানজিদা আহমেদ তন্বি

  • সমাজসেবা সম্পাদক-যুবাইর বিন নেছারী

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও