
এ জয় শিবিরের নয়, জুলাই প্রজন্মের: সাদিক কায়েম
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি পদে নির্বাচিত সাদিক কায়েম বলেছেন, এই নির্বাচনে জয় বা পরাজয় বলে কিছুই নেই; এই নির্বাচনে জুলাইয়ের প্রজন্ম আকাঙ্খাা এবং সর্বোপরী এই বিদ্যাপীঠের শিক্ষার্থীদের জয় বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্রশিবিরের সমর্থিত প্যানেলের ভিপি পদে নির্বাচিত সাদিক কায়েম।
বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ডাকসুর ফল ঘোষণার পর সংবাদ সম্মেলনে প্রতিক্রিয়ায় এ কথা বলেছেন তিনি।
তিনি বলেছেন শিক্ষার্থীদের প্রত্যাশাই তাদের প্রত্যাশা। ঢাকা বিশ্ববিদ্যালয়কে স্বপ্নের ক্যাম্পাস হিসেবে গড়ে তোলার প্রত্যয় জানিয়েছেন ভিপি নির্বাচিত সাদিক কায়েম।
শিক্ষার্থীদের ব্যক্তিগত, পারিবারিক এবং ক্যাম্পাসের বাইরে যে কোনো সমস্যা তাদের থাকার ঘোষণা দিয়েছেন সাদিক কায়েম।
প্রতিদ্ব্ন্দ্বী জাতীয়তাবাদী ছাত্রদলের প্রার্থীদের বিপক্ষে বড় ব্যবধানে জয় পেয়েছেন ইসলামী ছাত্রশিবির। ভিপি পদে শিবিরের সাদিক কায়েম পেয়েছেন মোট ১৪,০৪২ ভোট। জিএস পদে শিবিরের এস এম ফরহাদ ১০,৭৯৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন।
সাদিক কায়েম বলেন, “জয় অথবা পরাজয়ের কিছু নেই ডাকসু নির্বাচনের মাধ্যমে জুলাইয়ের প্রজন্ম বিজয়ী হয়েছে। ডাকসু নির্বাচনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিজয়ী হয়েছে। এবং এই নির্বাচনের মাধ্যমে জুলাইয়ের আকাঙ্ক্ষা, শহীদদের, আকাঙ্খা বিজয়ী হয়েছে।”