
ডাকসু নির্বাচনে কারচুপির অভিযোগ তুললেন আবদুল কাদের
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ২০:৫৭
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী আবদুল কাদের নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্ব ও কারচুপির অভিযোগ তুলেছেন।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ডাকসুর ভোট গ্রহণ শেষে তিনি এই অভিযোগ তোলেন।
আবদুল কাদের বলেন, আজকের এই ডাকসু গণঅভ্যুত্থানের ফসল। গণঅভ্যুত্থানের অন্যতম আকাঙ্ক্ষা ছিল প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ কার্যকর করে শিক্ষার্থীদের দাবি-দাওয়া ও স্বার্থের জায়গাটা সমুন্নত রাখা।
- ট্যাগ:
- রাজনীতি
- ডাকসু
- ডাকসু নির্বাচন