ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ আজ মঙ্গলবার। ২৯ জুলাই তফসিল ঘোষণার পর, বিশেষ করে ১৩ দিনের নির্বাচনী প্রচারণাকালে বিভিন্ন মত ও পথের শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি, উদ্দীপনা ও উৎসবের যে আবহ দেখা গেছে, সেটি গণতান্ত্রিক উত্তরণকালীন বাংলাদেশের জন্য শিক্ষণীয় হয়ে থাকবে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, বিশেষ করে নারী প্রার্থীদের বিরুদ্ধে যেভাবে সাইবার বুলিং করা হয়েছে, সেটা গভীর উদ্বেগের।
চব্বিশের গণ-অভ্যুত্থানপরবর্তী জন-আকাঙ্ক্ষার পরিপ্রেক্ষিতে এবারের ডাকসু নির্বাচনের বড় ধরনের তাৎপর্য রয়েছে। আবার জাতীয় সংসদ নির্বাচনের প্রায় পাঁচ মাস আগে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সব বিবেচনায় আজ সবার দৃষ্টি থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে। উৎসবমুখর পরিবেশে একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন করাটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ; সেটা প্রত্যাশিতও। কেননা, অন্য বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন কেমন হবে, তার একটা পরীক্ষাক্ষেত্রও হবে আজকের নির্বাচনটি।