বাড়তি খরচ কমানোর ১৪ উপায়

প্রথম আলো প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৪০

১. হিসাব রাখা শুরু করুন


সাদা চোখে এই পরামর্শ খুব সাধারণ মনে হতে পারে। ভাবতে পারেন, হিসাব রেখে আর কী হবে, প্রয়োজনীয় খরচ তো করবই। কিন্তু হিসাব রাখা শুরু করলেই দেখবেন, এমন অনেক অপ্রয়োজনীয় খরচও আপনি করেন, যা আপনি নিজেও জানতেন না। আজকাল হিসাব রাখার জন্য বেশ কিছু অ্যাপ আছে, যেখানে ভিন্ন ভিন্ন খাত ধরে ধরে হিসাব রাখা সম্ভব। যেমন যাতায়াত, খাবার, ওষুধ, উপহার কেনা—সব খাতের খরচই মাস শেষে আলাদা আলাদাভাবে আপনার সামনে চলে আসবে। ফলে বুঝতে পারবেন, কোন খাতে খরচ কমানো দরকার।


২. অফারে নজর দেবেন না


এটা কিনলে ওটা ফ্রি, চলছে বিরাট ছাড়—এমন নানা বিজ্ঞাপন আমাদের চোখের সামনে আসে। কখনো কখনো অনেক প্রতিষ্ঠান মুঠোফোনে খুদে বার্তাও পাঠায়। অনেক সময় অফারের ফাঁদে পড়ে আমরা অপ্রয়োজনীয় জিনিসও কিনে ফেলি। এ ধরনের ব্যয় নিয়ন্ত্রণ করতে নোটিফিকেশনগুলো বন্ধ করে দিন, পেজগুলো আনফলো করুন। আর যদি এসব করতে না চান, তাহলে নিজের ওপর নিয়ন্ত্রণ বাড়ান।


৩. খাবারের ব্যয় কমান


খেয়াল করে দেখবেন, আমাদের একটা বড় অঙ্কের টাকা চলে যায় খাবার কেনার পেছনে। অনেক সময় রেস্তোরাঁ বা সুপার শপে গিয়ে একটু বেশিই খরচ হয়ে যায়। মজার খাবারের লোভ সামলানোও কঠিন বটে। তাই খাবারদাবারের পেছনে নির্দিষ্ট বাজেট নির্ধারণ করে রাখুন। প্রচণ্ড ক্ষুধা নিয়ে রেস্তোরাঁয় খেতে যাবেন না। কারণ, ক্ষুধার্ত অবস্থায় অনেক সময় আমরা অনেক বেশি অর্ডার করে ফেলি, সিদ্ধান্ত নিতে ভুল করি। অল্প কিছু খেয়ে নিয়ে আগে ক্ষুধা নিবারণ করুন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও