জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের মাধ্যমে দেশ যখন গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফেরার পথ খুঁজছে, তিনটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংসদের ভোট এগিয়ে আসছে, ঠিক তখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অস্থিরতা কীসের ইঙ্গিত দিচ্ছে, সামনে এসেছে সেই প্রশ্ন।
প্রকৌশলের শিক্ষার্থীদের ‘কমপ্লিট শাটডাউনের’ রেশ না কাটতেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে অস্থিরতার পেছনে ‘রাজনৈতিক ইন্ধন’ আছে কিনা, সামনে আসছে সে প্রশ্নও।
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চলমান এ অস্থিরতা নিয়ে উদ্বেগ প্রকাশের পাশাপাশি আশু সমাধানের আশা প্রকাশ করেছেন শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার।
একজন ছাত্রীকে বাসার নিরাপত্তা প্রহরীর মারধরের ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পার্শ্ববর্তী জোবরা গ্রামের বাসিন্দাদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের জেরে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি করা হয়। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তিন ছাত্র। এ ঘটনায় ক্যাম্পাসে অচলাবস্থা চলছে।