যক্ষ্মার কাশি নাকি সাধারণ কাশি, যেভাবে বুঝবেন

কালের কণ্ঠ প্রকাশিত: ২৮ আগস্ট ২০২৫, ১৩:২২

যক্ষ্মাকে ইংরেজিতে টিউবারকিউলোসিস বলে। মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস নামক ব্যাকটেরিয়ার কারণে এই রোগ হয়ে থাকে। টিবি বা টিউবারকিউলোসিস একটি ছোঁয়াচে রোগ, যা নিঃশ্বাসের মাধ্যমে একজনের থেকে অন্যজনের শরীরে ছড়িয়ে পড়ে।


টিবি রোগে আক্রান্ত ব্যক্তি যখন হাঁচি-কাশি দেয়, কিংবা কথা বলে বা গান গায়, তখন এই ব্যাকটেরিয়া বাতাসে ছড়িয়ে পড়ে।


টিবি বা যক্ষ্মা রোগের লক্ষণগুলো নির্ভর করে শরীরের কোন অংশ আক্রান্ত হয়েছে তার ওপর। তবে, যেহেতু টিবির ব্যাকটেরিয়া সাধারণত বেড়ে ওঠে ফুসফুসে (পালমোনারি টিবি)। তাই এই রোগে কিছু সাধারণ লক্ষণ সম্পর্কে অবগত হওয়া যায়।



  • তিন সপ্তাহের বেশি সময় ধরে কাশি।

  • কাশির সঙ্গে রক্ত পড়া।

  • রাত্রে ঘাম হওয়া।

  • ওজন কমতে পারে বা খিদে কমে যেতে পারে।

  • অতিরিক্ত ক্লান্তি লাগা।

  • বুকে ব্যথা ও ক্ষুধামান্দ্য।

  • জ্বর ও শীত শীত ভাব।


এক্সট্রা পালমোনারি টিবি


এই ধরনের টিবিতে রোগ ফুসফুস থেকে শরীরের অন্য অংশে ছড়িয়ে পড়ে। ফুসফুস থেকে সমস্যা হাড়ে, কিডনিতে কিংবা লিম্ফ নোডে ছড়িয়ে পড়তে পারে। এই এক্সট্রাপালমোনারি টিবি-র লক্ষণগুলো হচ্ছে—



  • লিম্ফ নোড টিবি : লিম্ফ নোড ফুলে যাওয়া।

  • হাড়ের টিবি : হাড়ের ব্যথা, ফোলাভাব ও বিকৃতি।

  • কিডনির টিবি : প্রস্রাবের সঙ্গে রক্ত, কোমরে ব্যথা।

  • মস্তিষ্কের টিবি (মেনিনজাইটিস) : মাথাব্যথা, জ্বর, ঘাড় শক্ত হয়ে যাওয়া, চেতনা হ্রাস।


সাধারণ কাশি ও টিবির কাশির মধ্যে কিছু গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে, যা দেখে বোঝা যেতে পারে। 


প্রথমত সাধারণ কাশি সাধারণত কয়েকদিন বা এক-দুই সপ্তাহের মধ্যে সেরে যায়। কিন্তু টিবির কাশি তিন সপ্তাহ বা তার বেশি সময় ধরে চলতে থাকে।


পার্থক্য থাকে কাশির ধরনেও। সাধারণ কাশি শুকনো বা শ্লেষ্মা যুক্ত হতে পারে। টিবির কাশি প্রথমে শুকনো থাকে কিন্তু পরে শ্লেষ্মা বের হতে পারে, এই শ্লেষ্মাতে অনেক সময় রক্ত মিশে থাকে।


এ ছাড়া অন্যান্য লক্ষণের মধ্যে সাধারণ কাশির সঙ্গে সাধারণত জ্বর, সর্দি, গলা ব্যথা ইত্যাদি দেখা যায়। টিবির ক্ষেত্রে কাশির পাশাপাশি রাতের বেলা ঘাম হওয়া, ওজন কমে যাওয়া, ক্ষুধামান্দ্য, দুর্বলতা ও বুকে ব্যথা ইত্যাদি লক্ষণ দেখা যায়।


আবার কাশির সঙ্গে যদি জ্বর হয় সেই জ্বরের ধরনেও পার্থক্য থাকে। সাধারণ জ্বর কয়েকদিনের মধ্যে সেরে যায়। টিবির ক্ষেত্রে হালকা থেকে মাঝারি ধরনের জ্বর দীর্ঘদিন ধরে থাকতে পারে, যা সাধারণত রাতের দিকে বাড়ে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও