অবশেষে চার ওভার বোলিং পেলেন সাকিব

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৮ আগস্ট ২০২৫, ১২:২০

সাকিব আল হাসান যখন বোলিংয়ে এলেন, টিভি ক্যামেরা তাক করা হলো গ্যালারির একটি অংশের দিকে। সেখানে বাংলাদেশের পতাকা হাতে ও জার্সি গায়ে কিছু দর্শক। সেই দর্শকদের আনন্দের উপলক্ষ এনে দিয়ে সাকিব উইকেট শিকার করলেন তৃতীয় বলেই। তবে ম্যাচজুড়ে এমন উল্লাসের মুহূর্ত খুব একটা পেলেন না তারা।


এই টুর্নামেন্টের ছয় ইনিংসে প্রথমবার পুরো চার ওভার হাত ঘোরানোর সুযোগ পেলেন সাকিব। উইকেট ওই একটি পেলেও বেশ নিয়ন্ত্রিত বোলিংই করলেন। তবে আবার ব্যর্থ হলেন ব্যাট হাতে। বড় ব্যবধানে হারল তার দলও। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ত্রিনবাগো নাইট রাইডার্সের কাছে ৮ উইকেটে উড়ে গেল অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস।


ব্যাটিংয়ে ১৪ বলে ১৩ রান করে আউট হওয়ার পর বল হাতে ৪ ওভারে ২৫ রান দিয়ে ১ উইকেট নেন সাকিব। আগের ম্যাচে ৩ উইকেট নিয়ে ও ১৮ বলে ২৫ রান করে ম্যান অব দা ম্যাচ হয়েছিলেন বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডার।


ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নামা অ্যান্টিগা অ্যান্ড বারবুডাকে প্রথম ওভারেই জোড়া ধাক্কায় নাড়িয়ে দেন মোহাম্মাদ আমির। ম্যাচের দ্বিতীয় বলে তিনি ফেরান রাকিম কর্নওয়ালকে, পঞ্চম বলে কারিমা গোরকে।


দ্বিতীয় উইকেটে জুয়েল অ্যান্ড্রু ও আন্দ্রিয়েস হাউস চেষ্টা করেন জুটি গড়ার। ৫ ওভারে ২৮ রানে থাকা দল কিছুটা গতি পায় ষষ্ঠ ওভারে সুনিল নারাইনের বলে অ্যান্ড্রুর দুটি ছক্কায়।


তবে ৪৬ রানের জুটির পর হাউস আউট হয়ে যান ১৭ বলে ১৪ রান করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও