পরিণীতির আগের ভিডিও ভাইরাল করলেন নেটিজেনরা

যুগান্তর প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৫, ১৯:৪৪

বলিউড সেনসেশন পরিণীতি চোপড়া ও রাজনীতিক রাঘব চাড্ডা দম্পতি বিয়ের দুই বছরের মাথায় সুখবর দিলেন। অভিনেত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার খবরটি স্বামী-স্ত্রী দুজনেই ঘোষণা করেছেন। এই খবরে পরিণীতি ও বাঘব পরিবারে খুশির জোয়ার বইছে।


যদিও একটা সময়ে পরিণীতি বলেছিলেন— তিনি সন্তান দত্তক নিতে আগ্রহী। অতীত খুঁড়ে সেই পুরোনো মন্তব্য বার করেছেন নিন্দুকেরা। এরপর থেকেই সামাজিক মাধ্যমে কটাক্ষের শিকার অভিনেত্রী।


সোমবার (২৫ আগস্ট) তারকা জুটি ‘সিলমোহর’ দিলেন বাবা-মা হওয়ার গুঞ্জনে। সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে একটি ভ্যানিলা কেকের ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। এর ওপর গাণিতিক ভাষায় লেখা— ওয়ান প্লাস ওয়ান ইজ ইক্যুয়াল টু থ্রি। এর পাশাপাশি পরিণীতি চোপড়া লিখেছেন— আমাদের ছোট পৃথিবী আসতে চলেছে। কতটা যে ধন্য, ভাষায় প্রকাশ করতে পারব না।


এর আগে ২০১৩ সালের এক সাক্ষাৎকারে প্রেম, বিয়ে, সম্পর্ক, মাতৃত্ব নিয়ে পরিণীতি চোপড়া বলেছিলেন, তিনি বাচ্চা খুব ভালোবাসেন। আমি সন্তান দত্তক নিতে চাই। অভিনেত্রী বলেন, আসলে আমি অনেকগুলো বাচ্চা চাই। এতবার তো সন্তানধারণ করতে পারব না। তাই দত্তক নেওয়াই ভালো। এ মন্তব্য ছড়িয়ে পড়তেই নিন্দুকেরা খোঁচা দিয়ে বলছেন— দত্তক কি আর নেবেন। সন্তানধারণের পথই তো বেছে নিলেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও