অন্তর্বর্তী সরকারের একটি অংশ গণতন্ত্রপন্থী শক্তিকে ঠেকাতে চায়: মির্জা ফখরুল

ডেইলি স্টার জাতীয় প্রেস ক্লাব প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৫, ১৬:২১

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, অন্তর্বর্তী সরকারের ভেতরেই একটি অংশ সচেতনভাবে দেশের গণতান্ত্রিক শক্তিকে ক্ষমতায় আসতে বাধা দেওয়ার চেষ্টা করছে। সেই সঙ্গে, একটি রাজনৈতিক মহল নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে উদ্দেশ্যমূলকভাবে নতুন নতুন দাবি তুলছে।


আজ বুধবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।


মির্জা ফখরুল বলেন, 'আমরা সরকারকে সব ধরনের সহযোগিতা করেছি, কোথাও বাধা সৃষ্টি করিনি এবং রাজপথে বড় কোনো দাবিও তুলে সরকারকে বিব্রত করিনি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আজ কিছু রাজনৈতিক মহল খুব উদ্দেশ্যমূলকভাবে নতুন দাবি তুলে নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। তারা এমন সব দাবি তুলছে, যেগুলোর সঙ্গে বাংলাদেশের মানুষ পরিচিত নয়।'


নিউইয়র্কে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার ঘটনায় হতাশা প্রকাশ করে বিএনপি মহাসচিব বলেন, 'কোথায় যাব আমরা?'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও