You have reached your daily news limit

Please log in to continue


পিআর ব্যবস্থা চালু হবে কি না তা ঠিক করবে জনগণ: সালাহউদ্দিন

পিআর বা সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব ভোট ব্যবস্থা চালু হবে কি না তা জনগণ ঠিক করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেছেন, “আলোচনার টেবিল এবং আন্দোলন- দুইটা যদি একই ইস্যুতে হয়, তাহলে এটা স্ববিরোধিতা। কেউ বলছেন, ‘পিআর চাই’; ঠিক আছে, পিআর যদি চাইতেই হয় সেটা তো ডিসাইড করবে জনগণ।

“আমরা কে কয়টা রাস্তায় মিছিল করলাম, বিভাগীয় পর্যায়ে কে কয়টা সভা করলাম, হাজার দুই-তিনেক লোক নিয়ে মিছিল করলাম তাতে কি পিআর প্রতিষ্ঠিত হয়ে গেল?”

শনিবার দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে তারুণ্যের রাষ্ট্র চিন্তার তৃতীয় সংলাপে বক্তব্য দিচ্ছিলেন সালাহউদ্দিন। ‘মানবিক মূল্যবোধ সম্পন্ন শিক্ষা ও শিক্ষাঙ্গন’ শীর্ষক এ সংলাপ আয়োজন করে অর্পণ আলোক ফাউন্ডেশন।

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ বলেন, “আপনারা নির্বাচনি ইশতেহারে আপনাদের দাবিগুলো উল্লেখ করে নির্বাচনে আসুন। জনগণ যদি আপনাদের পক্ষে রায় দেয়, ইশতেহারের পক্ষে রায় দেয়, আপনারা সেটা বাস্তবায়ন করবেন। এটাই তো গণতান্ত্রিক রীতি।”

‘সংকট সৃষ্টি’ না করার আহ্বান রেখে সালাহউদ্দিন আহমদ বলেন, “আমি সকল রাজনৈতিক দল এবং দেশবাসীকে আহ্বান জানাব, আসুন আমরা আর কোনো সংকটের সৃষ্টি না করি, আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন