আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ভারতের অনেক তারকা আইপিএল খেলা চালিয়ে যান। কিংবদন্তি অফ স্পিনার রবীচন্দ্রন অশ্বিন সে পথে হাঁটলেন না। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়ে আইপিএলকে বিদায় বলে দিয়েছেন তিনি।
এই অভিজ্ঞ স্পিন বোলার এক্স (পূর্বে টুইটার)-এ তার সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন। একই সঙ্গে বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা চালিয়ে যাবেন বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি, 'বলা হয়, প্রতিটি শেষেরই একটি নতুন শুরু থাকে, একজন আইপিএল ক্রিকেটার হিসেবে আমার সময় আজ শেষ হচ্ছে, কিন্তু বিভিন্ন লিগে একজন নতুন অভিযাত্রী হিসেবে আমার সময় আজ থেকে শুরু হচ্ছে।'
অশ্বিন লেখেন, 'বছরের পর বছর ধরে তৈরি হওয়া চমৎকার স্মৃতি এবং সম্পর্কের জন্য আমি সমস্ত ফ্র্যাঞ্চাইজিকে ধন্যবাদ জানাতে চাই। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এখন পর্যন্ত আমাকে যা কিছু দিয়েছে তার জন্য আইপিল এবং বিসিসিআইকে ধন্যবাদ। ভবিষ্যতে আমার জন্য যা কিছু অপেক্ষা করছে, তার পুরোপুরি উপভোগ করতে এবং সেগুলোর সদ্ব্যবহার করতে আমি উন্মুখ।'
গত আইপিএলে চেন্নাই সুপার কিংস (সিএসকে) তাকে ৯.৭৫ কোটি রুপিতে কিনে নেয়। দীর্ঘদিন পর চেন্নাইতে প্রত্যাবর্তন ঘটেছিল অশ্বিনের। কিন্তু অশ্বিন খুব একটা আলো ছড়াতে পারেননি, সাদামাটা মৌসুম কাটিয়ে নয় ম্যাচ খেলে সাত উইকেট নেন।