গেইলকে কি ছুঁতে পারবেন সাকিব

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৫, ১১:৪৪

পেছনে পড়ে গেলেন রাশিদ খান। পাশে এখন আন্দ্রে রাসেল। ঠিক ওপরেই অ্যালেক্স হেলস। নাগালেই আছেন কাইরন পোলার্ড ও গ্লেন ম্যাক্সওয়েল। ক্রিস গেইল অবশ্য বেশ দূরে। তবে তিনিও আছেন দৃষ্টিসীমাতেই। প্রশ্ন এখন সেটিই, গেইলকে কি ছাড়াতে পারবেন সাকিব আল হাসান?


রেকর্ডটি ম্যান অব দা ম্যাচের। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) রোববার অ্যান্টিগা অ্যান্ড বারবুডার হয়ে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষে ম্যাচ-সেরা হয়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার। রেকর্ডের পাতায়ও তিনি এগিয়ে গেছেনে এক ধাপ।


এমনিতে এবারের আসরে চরম দুঃসময় চলছিল সাকিবের। বোলিংয়ের সুযোগ খুব একটা পাচ্ছিলেন না। তিন ম্যাচে বোলিং পেয়েছেন এক ওভার করে, আরেকটি দুই ওভার। চার ম্যাচ মিলিয়ে উইকেট ছিল স্রেফ একটি। ৪৯৮ উইকেট নিয়ে আসর শুরু করা ক্রিকেটারের ৫০০ ছোঁয়ার অপেক্ষা কেবল দীর্ঘতরই হচ্ছিল। ব্যাটিংয়ে ছিলেন স্রেফ নিজের ছায়া হয়ে। প্রতি ম্যাচেই ধুঁকছিলেন ক্রিজে নেমে। সেই আঁধার ফুঁড়ে অবশেষে আলোয় এলেন বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও