
মঞ্চ নাটকের একটি চরিত্রের জন্য অপেক্ষা করি: আফসানা মিমি
নব্বই দশকের টেলিভিশন নাটকে যে কয়েকজন তরুণ অভিনয় শিল্পী তাদের ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু করেছিলেন, তাদের মধ্যে একজন অভিনেত্রী আফসানা মিমি।
কেবল নাটক নয়, বিজ্ঞাপন, টেলিফিল্ম এবং সিনেমাতেও যার উপস্থিতি আলো ছড়িয়েছে। পরে নির্দেশনাওতে ছাপ রাখেন তিনি। তবে মিমির শুরুটা মঞ্চে। তিন দশকের বেশি সময় পেরিয়ে অভিনয় এবং নির্মাণ থেকে ‘কিছুটা দূরে থাকা’ এই অভিনেত্রী বলেছেন, মঞ্চ নাটকের কোনো একটি চরিত্রের জন্য অপেক্ষা তিনি করেন।
মিমির কথায়, থিয়েটারে কাজ না করলে একজন অভিনয় শিল্পী তার আত্মবিশ্বাস ধরে রাখতে পারেন না। তাই মঞ্চের কাজের জন্যই তার ভেতরে ‘খিদে’ রয়ে গেছে।
গল্প করতে এক বিকেলে গ্লিটজ টিম উপস্থিত হয় উত্তরায় মিমির গড়ে তোলা শিশু-কিশোরদের নিয়ে সংস্কৃতি চর্চা কেন্দ্র 'ইচ্ছেতলায়'।
দীর্ঘ আলাপচারিতায় মিমি জানিয়েছেন, নব্বই দশকের শিল্পী ও কাজগুলোর প্রতি দর্শকের আগ্রহ তার চোখে পড়েছে। তিনি নিজেও তার কাজের শুরুর সময়কে গুরুত্বপূর্ণ বলে মনে করেন।
মিমির কথায়, ‘সুযোগ থাকলে ফিরিয়ে আনতাম সেই সময়কে’। নাটকের জগতের কয়েক দশকের পার্থক্যের কথা জানতে চাইলে মিমি বলেছেন, বাংলাদেশ অভ্যুত্থানের পরবর্তী কয়েক দশকের শিল্পের সৌন্দর্য, সততা ও মানবিকতা এখন অনেকটাই বিলীন।
এছাড়া গত ১৫ বছরে নাটকে যে ধরনের ভাষা ব্যবহার হচ্ছে তা নিয়ে আপত্তি আছে মিমির। তিনি বলেছেন ‘সংলাপে গালিগালাজ ও বাজে উচ্চারণে কথাবার্তা কাজের সৌন্দর্য হারিয়ে ফেলছে’।
পাশাপাশি নাটক ইন্ডাস্ট্রির কিছু তিক্ত দিক নিয়েও সরব হয়েছেন মিমি।
এই সময়ের নাটক নিয়ে আপনার মূল্যায়ন কেমন?
আফসানা মিমি: এখনকার নাটকের ধরন নিয়ে তেমন কিছু বলতে চাই না, বলতেও পারব না। এই বিষয়ে আমার সম্যক জ্ঞান নেই। যতটুকু ভাসা-ভাসা ধারণা আছে, তা দিয়ে পুরো ইন্ডাস্ট্রি বিশ্লেষণ করা সম্ভব নয়। কারণ দর্শক হিসেবে সব কাজ তো দেখা হয় না।
তবে ছোট ছোট টুকরো ভিডিও দেখে মনে হয়, ভাষার ব্যবহারে আমরা অনেক সময় কাজের সৌন্দর্য নষ্ট করে ফেলছি। ডাবল মিনিংয়ে কথা বলা, গালিগালাজ করা, বাজে উচ্চারণে কথা বলা এসব ভাষার ওপর এক ধরনের আগ্রাসন আছে, যা আমার ভালো লাগে না। ব্যক্তিগতভাবে আমি এসব চর্চা করি না, সমর্থনও করি না।
অবশ্য ইন্ডাস্ট্রিতে নানা ধরনের মানুষ থাকবেই, সবাইকে একই পথে পরিচালিত করা সম্ভব নয়। সেটা তখনই সম্ভব, যখন সবার লক্ষ্য ও দর্শন এক হবে।
- ট্যাগ:
- বিনোদন
- বাংলা ভাষার ব্যবহার
- আফসানা মিমি