
ছাত্রদের রাজনীতিতে ব্যবহার করা ‘জুলুম’: বায়তুল মোকাররমের খতিব
দেশের রাজনৈতিক অঙ্গনে শিক্ষার্থীদের ‘ব্যবহার করাকে’ অন্যায় হিসেবে দেখছেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব আবদুল মালেক।
তিনি বলেছেন, “আমি একটা কথা শুধু বলি- যেটা আমার মুখ থেকে শুনলে আপনাদের কাছে তাজ্জব লাগতে পারে। সেটা হল, ছাত্রদেরকে যে রাজনীতিতে ব্যবহার করা হয়- এটা ছাত্রদের উপরে জুলুম।
“কলেজ-ভার্সিটির ছাত্রদেরকে রাজনীতিতে ব্যবহার করা হয় না? প্রত্যেক দলের ছাত্রদল (ছাত্রদের অঙ্গসংগঠন) আছে। কেন সেটা? জুলুম। এটা জুলুম।”
শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ‘নারীর মর্যাদা নিরাপত্তা ও সচেতনতার জন্য’ শীর্ষক সেমিনারে বক্তব্য দিচ্ছিলেন মুফতি মালেক।
তিনি বলেন, “এমনকি ইসলামি দলগুলোর মধ্যেও তারা- ছাত্রদেরকে, মাদ্রাসার ছাত্রদেরকে ব্যবহার করে অনেক ক্ষেত্রে। এটা অন্যায়।
“যত রাজনৈতিক দল আছে- জেনারেলগুলো, তারা ছাত্রদেরকে- কলেজ-ভার্সিটির-স্কুলের ছাত্রদেরকে যে ব্যবহার করছে- এটা তাদের উপরে জুলুম।”
- ট্যাগ:
- বাংলাদেশ
- রাজনৈতিক অঙ্গন