ডাকসু নির্বাচন: ব্যালট পেপারে প্রার্থীদের ছবি যুক্ত করার দাবি ছাত্র অধিকার পরিষদের

ঢাকা পোষ্ট প্রকাশিত: ২১ আগস্ট ২০২৫, ১৬:৩০

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রার্থীদের নাম ও ব্যালট নম্বরের পাশাপাশি ছবি যুক্ত করার দাবি জানিয়েছেন ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা।


বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি তুলে ধরেন।


বিন ইয়ামিন মোল্লা বলেন, ডাকসু ও হল সংসদ নির্বাচনে একজন ভোটারকে ৪১ জন প্রার্থীকে ভোট দিতে হবে। এত সংখ্যক নাম ও ব্যালট নম্বর মনে রাখা একজন ভোটারের পক্ষে কঠিন। তাই ব্যালট পেপারে অবশ্যই প্রার্থীদের স্পষ্ট ছবি দিতে হবে। নারীদের ক্ষেত্রে তারা যেন নিজেদের স্বাচ্ছন্দ্য অনুযায়ী ছবি দিতে পারেন, সেই সুযোগ রাখতে হবে। প্রার্থীদের ছবি যুক্ত না হলে একই নামে একাধিক প্রার্থীর কারণে ভোটাররা বিভ্রান্তিতে পড়তে পারেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও