স্বাস্থ্যখাত সংস্কার: বাস্তবায়নের জন্য ৩৩ প্রস্তাব চূড়ান্ত

ডেইলি স্টার প্রকাশিত: ১৮ আগস্ট ২০২৫, ১১:৫৮

দেশের স্বাস্থ্য ব্যবস্থায় সংস্কার কার্যক্রম শুরু করতে স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের ৩৩টি সুপারিশ বাস্তবায়নের জন্য বেছে নিয়েছে।


এর মধ্যে স্বাস্থ্যসেবা বিভাগ ২৩টি বাস্তবায়ন করবে, আর বাকি সুপারিশগুলো বাস্তবায়ন করবে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ।


কিছু সুপারিশ বাস্তবায়নে স্বাস্থ্য মন্ত্রণালয়কে জনপ্রশাসন, স্বরাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয়ের সহায়তা নিতে হবে।


স্বাস্থ্যসেবা বিভাগ ইতোমধ্যেই ২৩টি সুপারিশকে স্বল্পমেয়াদী (৬ মাস), মধ্যমেয়াদী (১-২ বছর) ও দীর্ঘমেয়াদি (২ বছরের বেশি) কর্মপরিকল্পনায় ভাগ করেছে।


স্বাস্থ্যসেবা বিভাগের সব সংস্থায় গত ১৩ আগস্ট সুপারিশগুলো পাঠিয়ে নির্দেশ দেওয়া হয়েছে, এসব সুপারিশ বাস্তবায়নের সাপ্তাহিক অগ্রগতি প্রতিবেদন জমা দিতে। কর্মকর্তারা জানান, এসব বাস্তবায়ন প্রতিবেদন মন্ত্রিপরিষদ বিভাগ ও প্রধান উপদেষ্টার দপ্তরে জমা দিতে হবে।


জাতীয় অধ্যাপক এ কে আজাদ খানের নেতৃত্বে ১২ সদস্যবিশিষ্ট কমিশন গত ৫ মে তাদের প্রতিবেদন জমা দেয়। স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনাকে আরও জনবান্ধব করতে ব্যাপক সংস্কারের সুপারিশ করা হয়েছে এই প্রতিবেদনে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও