You have reached your daily news limit

Please log in to continue


এই দেশ সবার, কোনো ভেদাভেদ থাকবে না: সেনাপ্রধান

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, শত শত বছর ধরে এ দেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি ও বাঙালি-উপজাতি সবাই মিলেমিশে শান্তি ও সম্প্রীতির সঙ্গে বসবাস করে আসছে। দেশে ধর্ম, জাতি, গোত্রের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। দেশের সব অধিকার সবার সমান।

শনিবার (১৬ আগস্ট) বিকেলে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে জন্মাষ্টমীর শোভাযাত্রা উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে সেনাপ্রধান বলেন, আমরা সবসময় আপনাদের পাশে থাকবো। সারাদেশে সশস্ত্র বাহিনী মোতায়েন আছে। আমরা আপনাদের সঙ্গে এক হয়ে কাজ করে যাবো। নিশ্চিন্তে আপনারা এই দেশে বসবাস করবেন, ধর্মীয় অনুষ্ঠান আনন্দে উদযাপন করবেন। আমরা একসঙ্গে আনন্দ ভাগাভাগি করবো, প্রয়োজন হলে সব ধরনের সহযোগিতা দেবো।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন